সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ফুলের শ্রদ্ধা, কুচকাওয়াজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১১:৩৪

নগরের কাট্টলীতে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

আজ বুধবার (২৬ মার্চ) সকাল থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

কাট্টলীতে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। শ্রদ্ধা জানান প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া সকাল থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায়। এসেছিলেন সর্বস্তরের মানুষ।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার-ভিডিপির সদস্য ও বিএনসিসির সদস্যরা। আয়োজনের মধ্যে আরও আছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এদিকে কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধ ছাড়াও নগরের নন্দনকানন এলাকায় অবস্থিত শহীদ মিনারেও শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জড়ো হন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী লোকজন।

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। আজ সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর