সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

জোড়া গোল করে নতুন উচ্চতায় রোনালদো

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৪:৪২

ফুটবল ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় যোগ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে আল-নাসরের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করে পর্তুগিজ উইঙ্গার নিজের অফিসিয়াল গোলসংখ্যা দাঁড় করালেন ৯৩১-এ।

১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া থেকে রোনালদো এখন মাত্র ৬৯ গোল দূরে রয়েছেন।

কিংডম অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে আল-নাসরের হয়ে গোল করে দলকে এগিয়ে নেন আলি আল হাসান। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ৬২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান আল-হিলালের আলি আল বুলাইহি।

ম্যাচের শেষ দিকে, ৮৮তম মিনিটে ভিএআর রিভিউয়ের পর একটি হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় আল-নাসর। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর আল নাসরের জার্সিতে এটি তার ৭০তম গোল।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আল-নাসর। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬১। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের সংগ্রহ ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট।

ম্যাচশেষে রোনালদো বলেন, “দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোল করাটা ভালো, কিন্তু দলের জয়ের জন্যই আমরা সবাই খেলি। আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না, দলের জন্যই প্রতিদিন পরিশ্রম করি। ”

চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। এই নিয়ে তিনি ক্যারিয়ারে ১৫তম মৌসুমে ২০ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন। এই ১৫টি মৌসুমই এসেছে গত ১৭ মৌসুমে। কেবল ২০২১/২২ ও ২০২২/২৩ মৌসুমে ২০-এর নিচে ছিল।

ফুটবলবিশ্বে এখন প্রশ্ন একটাই—রোনালদো কি পারবেন ইতিহাস গড়ে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে? সময় বলবে, তবে তিনি যে সেদিকেই এগিয়ে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর