সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

খাদ্য উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৬:২২

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

আজ (৫ এপ্রিল) শ‌নিবার কিশোরগঞ্জের হাওর উপ‌জেলার অষ্টগ্রামে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষ‌তি হয়েছে, সে ক্ষ‌তি পু‌ষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করেছে। আর এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সব‌কিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত করতে নিরলস চেষ্টা চা‌লিয়ে যাচ্ছে সরকার।

তি‌নি আরও বলেন, কৃষক হলো উন্নয়নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পা‌য়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অ‌বৈধভাবে খাল‌বিল শু‌কিয়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান।

খাল‌বিল, নদনদী শু‌কিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন করতে সরকা‌র চেষ্টা চা‌লিয়ে যাচ্ছে।

তি‌নি আরও বলেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধানের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকাণ্ডে জ‌ড়িত। কাজেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গাযোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।

এ সময় বেশ কয়েকজন জিরা‌তি কৃষক তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, খাবার পানির অভাব নিয়ে কথা বলেন। জেলা প্রশাসককে এগু‌লো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমাবেশে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাও‌রের বি‌ভিন্ন বোরো‌ জমি ঘুরে দেখেন উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর