সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

যৌন হেনস্থার অভিযোগ

৮০ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৮:০৭

‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই সিরিজের প্রথম সিজনে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং-সু। ৮০ বছরের অভিনেতার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। তার ভিত্তিতে অশীতিপর অভিনেতাকে এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের। 

জানা গেছে , ২০১৭ সালে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, এক বার নয়। দুটি অনুষ্ঠানে সেই নারীকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি। প্রায় ৫০ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু। তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তার অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন। অভিযোগকারির আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন ওই নারী। তার দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’ তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, ‘আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে হেনস্থা বলা যায়। 

আদালতের রায়ের পর গণমাধ্যমে অভিনেতা জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। পাশাপাশি এ দাবিও করেন, অভিযোগকারীর কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। বিষয়টি বেশি দূর গড়াক এমনটা তিনি চাননি, যদিও আইনের কাছে কোনো অনুরোধই খাটেনি অভিনেতার।

প্রসঙ্গত, প্রায় ৫ দশক ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ও ইয়াং সু। তবে তার দীর্ঘ ক্যারিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে। শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আর এই সাজাপ্রাপ্তির ফলে বিভিন্ন প্রজেক্ট থেকেও ছিটকে পড়ছেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর