সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে ওই ঘটনায় সতর্কীকরণ সাইরেন বেজে উঠলে আত্মরক্ষার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকে।

ইসরায়েলি সংবাদমাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীরা বিশটির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয়, ক্ষেপণাস্ত্রটি হাইফার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়। ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে।

এদিকে হুথিদের ক্ষেপণাস্ত্র ইউনিট জানায়, দখলকৃত হাইফায় শত্রুপক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে।

এছাড়াও হুথি বিদ্রোহীদের ইউএভি (ড্রোন) ইউনিট দখলকৃত ইয়াফায় (জাফা) একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুথি বাহিনী জানায় এই অভিযানে তারা ‘ইয়াফা’ ড্রোন ব্যবহার করেছে।

অন্যদিকে লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়াদিন বলছে, ইয়েমেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিম ইয়েমেনের আল-হোদেইদাহ গভর্নরেটে অবস্থিত লোহিত সাগরের কারামান দ্বীপ লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এছাড়াও উত্তর ইয়েমেনের সাদার আল-সালেম জেলায় চারটি এবং আল-সালিফ জেলায় দুটি বিমান হামলা চালানো হয়। এসব হামলায় ইয়েমেনের নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইয়েমেনি হুতি বাহিনী হাজ্জাহ প্রদেশের উপকূলে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করে। তারা জানায়, ড্রোনটি ইয়েমেনি আকাশসীমায় শত্রুতামূলক অভিযান চালাচ্ছিল।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। এটি এপ্রিল মাসে ধ্বংস করা সপ্তম এমকিউ-৯ ড্রোন এবং ইয়েমেনের শুরু করা ‘প্রতিশ্রুত বিজয় এবং পবিত্র জিহাদ’ অভিযানের শুরু থেকে ২২তম ড্রোন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর