সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

নাটকীয়তার পর কেটেছে এল ক্লাসিকো নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১২:১৮

জল গড়িয়েছে বহুদূর। রেফারিদের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রচারণার কথা নিয়ে শুরু, চলে এল ক্লাসিকো বর্জনের হুমকি পর্যন্ত। মাঝে রেফারিদের কান্না, রিয়ালের সংবাদ সম্মেলন ও অনুশীলন বয়কট, ফ্লোরেন্তিনো পেরেজের ডিনারে না যাওয়া এবং রিয়াল শিবিরে ক্ষোভ। নাটকীয়তার শেষে শঙ্কাও কেটে গেছে।

আজ রাত ২ টায় বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে নামবে রিয়াল। তার আগে কত কাণ্ড। গুঞ্জন ওঠে, রেফারিদের নিয়ে অসন্তোষের কারণে ম্যাচটি খেলবে না রিয়াল। সেই গুঞ্জন ডালপালাও ছড়ায় বহুদূর। শেষে রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, সেভিয়ার মাঠে বসা ম্যাচটি তারা খেলবে। ম্যাচ বয়কটের খবরটি স্রেফ গুঞ্জন।

শিরোপা নির্ধারণী ম্যাচের অফিশিয়ালস তালিকায় রেফারি হিসেবে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর হিসেবে পাবলো গঞ্জালেসের নাম দেখেই বিরক্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি। এরপর গতকাল দুই রেফারি সংবাদ সম্মেলন করে জানান, আরএমটিভি তাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। যা তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করছে।

সেই ঘটনার পর রিয়াল মাদ্রিদ রেফারি বদলের আরজি জানায়। স্পেনের শীর্ষ ক্লাবটির দাবি, রেফারিদের সংবাদ সম্মেলনটি ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রিয়াল তাই আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে। সভাপতি রাফায়েল লুজান সাফ জানিয়ে দেন, ‘রেফারিদের দায়িত্ব কারা দেবেন, সেটা নির্ধারণ করবেন টেকনিক্যাল কমিটি।’

বিতর্ক তখন চরমে। রিয়ালও সিদ্ধান্ত নেয় অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কটের। বার্সার বিপক্ষে ক্লাসিকোর আগে কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের আসার কথা ছিল, তারা আসেনি। ক্লাব ডিনারে অংশ নেননি রিয়ালের সভাপতি পেরেজও। অনুশীলনও করেননি এমবাপেরা। তাতেই গুঞ্জন ওঠে, রিয়াল বোধহয় ম্যাচটি খেলবে না। তবে সেই শঙ্কা নানা নাটকীয়তার পর কেটে গেছে।

রাতে আরেকটি এল ক্লাসিকো সাক্ষী হতে যাচ্ছে ক্রীড়া প্রেমিরা। এই মৌসুমে সব হারাতে বসা রিয়ালের আজ এসিড টেস্ট। বার্সার জন্য এটি ক্লাসিকোয় নিজেদের শ্রেষ্ঠত্ব সুসংহত করার সুযোগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর