প্রকাশিত:
১ মে ২০২৫, ১১:০৬
চলতি মৌসুমটা ভালোই কাটছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। হাজারের মাইলফলকের দিকে ছুটে যাচ্ছিলেন তিনি। তবে আল নাসরকে এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার।
বুধবার (৩০ এপ্রিল) জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে আল নাসর। এতে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে কাওয়াসাকি।
এদিন ম্যাচের দশম মিনিটেই কাওয়াসাকি এগিয়ে যায়, যখন মার্সিনিয়োর পাস থেকে মোহামেদ সিমাকানের হেড ক্লিয়ারেন্স ধরে নেওয়া ইতো অসাধারণ এক ভলিতে গোল করেন।
২৮ মিনিটে সৌদি ক্লাব আল নাসর সমতা ফেরায় সাদিও মানের শটে, যা ইউইচি মারুয়ামার কাঁধে লেগে দিক পরিবর্তন করে গোললাইনে পৌঁছায়। এরপর রোনালদো দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। একবার ওভারহেড কিক পোস্টের বাইরে যায় এবং আরেকবার হেড পোস্টে লেগে ফিরে আসে।
কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। বেন্টো ইতো’র শট ঠেকালেও ফিরতি বলে ওজেকি গোল করতে ভুল করেননি। এতে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদো।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। আক্রমণে চাপ বাড়ালেও ৭৬ মিনিটে কাঠগড়ায় পড়ে তাদের রক্ষণভাগ। বদলি খেলোয়াড় এরিসন দারুণভাবে বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে পাস বাড়ান ইয়েনাগাকে, যিনি গোল করতে ভুল করেননি।
৮৭ মিনিটে আইমান ইয়াহিয়া দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করেন। বাকি সময়ে রোনালদোর দুটি প্রচেষ্টা জাপানি গোলরক্ষক ইয়ামাগুচি ঠেকিয়ে দেন। সৌদি আরবে দুই বছর ছয় মাস কাটালেও এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি, তাই হতাশ হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়েছেন।
উল্লেখ্য, ফাইনালে কাওয়াসাকি মুখোমুখি হবে আরেক সৌদি ক্লাব আল আহলির, যেখানে দুই দলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।
মন্তব্য করুন: