সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

এএফডিকে ‘চরমপন্থি’ বলল জার্মান গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৬:১১

জার্মানির কট্টর ডানপন্থী দল ‘জার্মানির জন্য বিকল্প’ বা এএফডিকে চরমপন্থী দল হিসেবে চিহ্নিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএফভি। এতে সরকার তাদের ওপর নজরদারি আরও বাড়াতে পারবে।

জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএফভির দায়িত্ব হলো দেশটির সংবিধান সমুন্নত রাখা। অনেক পর্যালোচনা করে তারা এএফডিকে বিদেশি ও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছে। এই তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সংস্থাটি এখন আন্ডারকাভার এজেন্ট ব্যবহার বা ফোনে আড়ি পেতে দলটির ওপর নজরদারি বাড়াতে পারবে। 

বিএফভির মতে, এএফডি জাতি ও বংশের ভিত্তিতে বিভেদ তৈরি করে। তারা সুস্পষ্টভাবে বলেছে, দলটির লক্ষ্য হলো সমাজের কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমান অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা, তাদের প্রতি এমন আচরণ করা যা সংবিধান পরিপন্থি। সংস্থাটি ১১শ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছে।

এ বিষয়ে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, এই তদন্তের ফলাফলের ওপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। তিনি বলেন, এএফডি গণতান্ত্রিক ব্যবস্থাবিরোধী প্রচার চালাচ্ছিল।

তিনি আরো যোগ করেন, এএফডি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর পূর্ণ বিরোধিতামূলক মনোভাব পোষণ করে এবং অভিবাসী বংশোদ্ভূত জনগোষ্ঠীকে দ্বিতীয় সারির জার্মান বলে মনে করে। বিএফভি এর আগে থুরিঙ্গিয়া ও স্যাক্সনি-আনহাল্টেও এএফডি-কে চরমপন্থি বলে ঘোষণা করেছিল।

সম্প্রতি জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে দলটি দ্বিতীয় সর্বোচ্চ ২০.৮% ভোট পেয়েছে। বিএফভির এই প্রতিবেদনের বিরোধিতা করেছে এএফডি। তারা একে গণতন্ত্রের ওপর বড় আঘাত হিসেবে বর্ণনা করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর