প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৪:০২
মৌসুমের শেষ মুহূর্তে এসে ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছিল ইন্টার মায়ামি। টানা তিন ম্যাচ হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস শিপ থেকে ছিটকে গেছে ক্লাবটি। তবে মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে জয়ে ফিরেছে মায়ামি। এই ম্যাচে গোল পেয়েছেন মেসিও।
রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগ্রিয়ে যায় মায়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট প্রথম গোল করেন।
এরপর ৩০ মিনিটে ডিফেন্ডার মার্সেলো উইগানড দ্বিতীয় গোল করেন। ৩৯ মিনিটে গোল করে মায়ামিকে ৩-০ গোলে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। টানা ৯ ম্যাচের গোলখরা কাটান উরুগুয়ে তারকা।
তবে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমায় রেড বুলসে। তবে ৬৭ মিনিটে মেসির করা মৌসুমের নবম গোলে ব্যবধান ৪-১ বাড়ায় মায়ামি। এই জয়ের ফলে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে ইন্টার মায়ামি। আগামী সপ্তাহে মিনেসোটা ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
ম্যাচ শেষে মাচেরানো বলেন, আমি মনে করি ইতিমধ্যে অনেক হতাশা রয়েছে। সবচেয়ে বেশি হতাশ আমি নিজে, টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়রা। কারণ আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তবে আমাদের শিখতে হবে। আমি মনে করি ভবিষ্যতে ফলাফল ভিন্ন হলে সেটিই আমাদের শিক্ষা হবে।
তিনি আরও বলেন, বাস্তবতা হলো প্রত্যাশা অনেক বেশি, আর আমি এতে সমস্যা দেখি না। তবে ক্লাবের বয়স মাত্র পাঁচ বছর। আজ আমরা এখানে এমএলএসে মনোযোগ দিতে এসেছি, শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এরপর আছে ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ’-যোগ করেন মাচেরানো।
মন্তব্য করুন: