সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

গ্রেনেড হামলা

তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৬ মে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৫:০৯

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৬ মে) হবে। আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেছেন। রোববার (৪ মে) মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে আদালত জানান, তারা মামলাটি মঙ্গলবার শুনবেন।

এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বহু গুরুত্বপূর্ণ আসামি রয়েছেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তাদের বিরুদ্ধে দেওয়া বিচারিক আদালতের রায় বাতিল করেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতের রায় অবৈধভাবে দেওয়া হয়েছে। এই কারণেই আসামিদের খালাস দেন উচ্চ আদালত।

তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের সঙ্গে একমত নয়। তারা খালাসের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেছেন। অর্থাৎ, উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা আহত হন। এই ঘটনায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। তারেক রহমানসহ আরও ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও ১১ জন পেয়েছিলেন বিভিন্ন মেয়াদে সাজা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর