সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

সুনীল গাভাস্কার

এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বের করে দেওয়া হতে পারে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৬:২৪

কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। যার আঁচ পড়তে শুরু করেছে মাঠের ক্রিকেটেও। আর এই পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতের কিংবদন্তী ব্যাটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

চলতি বছর ভারত ও শ্রীলংকায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। হাইব্রিড মডেলে হওয়া এই টুর্নামেন্টে অংশ গ্রহণের কথা রয়েছে পাকিস্তানেরও। তবে এখন সেটি নাও হতে পারে বলে শোনা যাচ্ছে।

আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সুনীল গাভাস্কার বলেন, ‘বিসিসিআই-এর অবস্থান সবসময়ই ভারত সরকার যা করতে বলে তাই। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রে এটি আলাদা হবে। ভারত এবং শ্রীলংকা এশিয়া কাপের এই বিশেষ সংস্করণের আয়োজক, তাই এটি নির্ভর করে পরিস্থিতি আদৌ পরিবর্তিত হয়েছে কিনা তার উপর। তবে যদি পরিস্থিতি না বদলায়, তাহলে আমি পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না।’

ভারত-পাকিস্তান পরিস্থিতির উন্নতি না হলে এসিসি ভেঙে যেতে পারে বলেও ধারণা সুনীলের। তিনি বলেন, ‘আমি জানি না এটা কীভাবে হবে। এটা হতে পারে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়া যেতে পারে। তখন কেবল তিন জাতির সফর করতে দেখতে পারেন। সেখানে তিন জাতির টুর্নামেন্ট হতে পারে, অথবা হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়ে চার জাতির টুর্নামেন্ট হতে পারে। এটি ঘটতে পারে। তবে আগামী কয়েক মাস কী ঘটে তার উপর এসব নির্ভর করছে।’

গাভাস্কার আরও বলেন, ‘ভারত যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তাহলে এটা ঘটতে পারে। আমরা তখন বলতে পারি বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তানকে নিয়ে ৪ জাতি বা ৫ জাতি নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এটাও হতে পারে বাংলাদেশ বা শ্রীলংকা টুর্নামেন্টটি আয়োজন করছে।’

তিনি আরও বলেন, ‘যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তাহলে আমি মোটেও অবাক হব না। আমি বলতে চাইছি, যদি দুটি দেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তাহলে একে অপরের সঙ্গে খেলাধুলা করা একটু কঠিন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর