সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৩:০৯

অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত মার্কিন পপতারকা লেডি গাগার কনসার্ট। শনিবার (৩ মে) অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে দুই মিলিয়নেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন। ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সমুদ্রসৈকতে এই কনসার্টেই বোমা হামলার পরিকল্পনা করা হয়ে ছিল। যা রুখে দিয়েছে দেশটির পুলিশ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিও ডি জেনেইরো রাজ্যের সিভিল পুলিশ জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত একটি বিশেষ অভিযানে দুই পরিকল্পনাকারীকে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জনের লক্ষ্যে কনসার্টে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ব্যবহার করে হামলা চালানোই ছিল তাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তকে রিও গ্রান্দে ডো সুল রাজ্যে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়, আর কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে।

পুলিশ জানিয়েছে, এই গোষ্ঠীটি অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছিল। বিশেষ করে তাদের লক্ষ্য ছিল শিশু, কিশোর-কিশোরী ও এলজিবিটিকিউ+ সম্প্রদায়।

তারা কিশোরদের মধ্যে চরমপন্থী মনোভাব গড়ে তোলার কাজেও লিপ্ত ছিল, যেখানে আত্মনির্যাতন ও সহিংসতাকে ‘চ্যালেঞ্জ’ ও ‘অন্তর্ভুক্তির মাধ্যম’ হিসেবে উপস্থাপন করা হতো।
 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ফেক মনস্টার’ নামক এই অভিযানে রিও ডি জেনেইরো, মাতো গ্রোসো, রিও গ্রান্দে ডো সুল ও সাও পাওলোতে তল্লাশি চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী জব্দ করা হয়।

এই পরিকল্পনার পেছনে থাকা গোষ্ঠীটি নিজেদের ‘লিটল মনস্টার’ বলে পরিচয় দিত, যা লেডি গাগার ভক্তদের একটি জনপ্রিয় নাম। 

রিও শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিনা মূল্যের কনসার্টটি অর্থায়ন করেছে নগর কর্তৃপক্ষ।

অনুষ্ঠান থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করা সম্ভব হবে বলে ধারণা করেছিলেন তারা। 

কনসার্ট ঘিরে প্রায় ৫,০০০ পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার খাতিরে ধাতব শনাক্তকরণ যন্ত্র, ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মতো নানা ব্যবস্থা নেওয়া হয়। কনসার্ট চলাকালীন কিংবা তার আগে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হুমকির তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে লেডি গাগার টিম। 

তারা জানান, আমরা গণমাধ্যমে এই ঘটনার কথা প্রথম জানতে পারি।

শেষবার ২০১২ সালে তার অষ্টম অ্যালবাম মেহেমের প্রচার অভিযানের অংশ হিসেবে ব্রাজিলে পারফর্ম করেছিলেন লেডি গাগা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর