সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৫:০০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিকনিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কুদ্দুস মোল্লা(৬০)নামের একজন ঘটনাস্থলে ১নিহত ও কমপক্ষে নারী পুরুষ সহ উভয় পক্ষের ৪০ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে।

উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরপুট্টি গ্রামে রবিবার(৪ঠা এপ্রিল) রাতে চার ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মোল্লা মকরমপুট্টি গ্রামের বাসিন্দা ও বজলু মুন্সি সমর্থক।

জানা যায়, মকরমপুট্টি গ্রামে দীর্ঘদিন যাবৎ দুইটি প্রভাবশালী গ্রুপের বিরোধ চলছে। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন দবির মাতুব্বর, অন্য গ্রুপের নেতৃত্ব দেন বজলু মুন্সী।

বজলু মুন্সী গ্রুপের আবুল খায়েরের বিয়ের বৌভাত অনুষ্ঠান হয় শনিবার। সেই অনুষ্ঠানের বিপরীতে রবিবার সন্ধায় পিকনিকের আয়োজন করে দবির মাতুব্বর গ্রুপের লোকজন। তখন দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই জের ধরে উভয় গ্রুপের লোকজন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র(ঢাল, সরকি, টেটা, রামদা, ইট-পাটকেল) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত প্রায় চার ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চালায় উভয় দল। এ সময় গুরুতর আহত কুদ্দুস মোল্লাকে উদ্ধার করে রাত দশটায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় দলের অন্তত ৪০ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জোবায়ের নাদিম জানান, কুদ্দুস মোল্লা নামের এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্রের আঘাতে আগেই মারা গেছেন, আহতের সংখ্যা ১৫-২০ জন ভর্তি হয়েছেন।

এঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, সংঘর্ষে একজন নিহত ও ২৫ থেকে ৩০ জন আহত এর খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে রয়েছে বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর