সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

রিউমর স্ক্যানারের প্রতিবেদন

পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৭:২২

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি পদত্যাগ করেছেন এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

তাদের অনুসন্ধানে জানা যায়, এই ভুয়া তথ্যটি ছড়ানোর উৎস হিসেবে একটি ব্লগস্পট-ভিত্তিক ফ্রি ডোমেইনের সাইটকে চিহ্নিত করা হয়েছে, যার নাম sadhinnews247। ওই সাইটে ‘ব্রেকিং নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ’ শিরোনামে ৩ মে ২০২৫ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘রাতের এক প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।’ অথচ এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র কিংবা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তবে গণমাধ্যমে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি যা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বরং, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ আছে—ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নিয়েছেন এবং নতুন গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বপদেই বহাল রয়েছেন। তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রকাশিত এক অনুসন্ধানে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এমন ভুয়া ব্লগসাইট ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য ছড়াতে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গ্রুপের জড়িত থাকার প্রমাণও মিলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর