প্রকাশিত:
৬ মে ২০২৫, ১২:৩৬
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনগণের মাঝে নিজেদের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় ৩ মে ২০২৫ তারিখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ-শাহরাস্তি-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন তারেক রহমানের ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
এদিন ব্যারিস্টার কামাল উদ্দিন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার জনগণের মাঝে তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, "দেশনায়ক তারেক রহমানের এই ৩১ দফা হলো জনগণের মুক্তি ও দেশের উন্নয়নের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি।" এতে উপস্থিত ছিলেন দলীয় আইনজীবী অবঃ সামরিক কর্মকর্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চাইলে তারা বলেন, তারা এমন একজন প্রার্থীকে নির্বাচনে দেখতে চান, যিনি সৎ, যোগ্য এবং সত্যিকারের জনকল্যাণে কাজ করবেন। ভোটারদের মতে, শুধু রাজনৈতিক পরিচয় নয়, প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও জনগণের জন্য কাজ করার মানসিকতাই তাকে যোগ্য প্রার্থী করে তুলবে।
আগামী নির্বাচনে চাঁদপুর-৫ আসনে এক সম্ভাবনাময় লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ব্যারিস্টার কামাল উদ্দিনের মতো প্রার্থী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কাঠামোগত উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করায় সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার দেখা গিয়েছে।
মন্তব্য করুন: