সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ইতিহাস গড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৩:০৩

ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশনযজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হলো বলিউড ‘কিং’ শাহরুখ খানের হাত ধরে। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এ ধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিলেন এই তারকা।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টায় (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) নিউইয়র্কে শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা-২০২৫। 

২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বইয়ের দশকের নস্টালজিয়ায়।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নতুন লুকে ধরা দিলেন বলিউড বাদশাহ। আপাদমস্তক কালো পোশাকে তিনি যেন ৩০ বছরের কোনো তরুণ তুর্কি। পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনার সমাহার ও দোসর হাতের ছড়ি। সেই সঙ্গে ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।

এভাবেই ক্লাসিক লুকে মেট গালার কার্পেটে ইতিহাস রচনা করলেন কিং খান। বিশেষ করে ভারতের প্রথম কোনো অভিনেতা (পুরুষ) মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন। 

ঐতিহ্যবাহী এই জমকালো ফ্যাশন ইভেন্টে এবারের থিম ছিল  Superfine: Tailored for you। আর সেই থিমের সঙ্গে যেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ডিজাইনের ড্রেসে শাহরুখ খান পারফেক্ট ‘বাংলার বাঘ’। 

বাঙালি শিল্পীর পোশাকে বলিউড বাদশাহর মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া মেট গালার রেড কার্পেটে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। ডিজাইনার সব্যসাচীর কথায়, এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান।

এর আগে, এই ইভেন্টে অংশ নিতে রোববারই নিউইয়র্কে পৌঁছান কিং খান। এ সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দেখা হয় ফ্যানদের সঙ্গেও। আর নেটমাধ্যমে সেসব মুহূর্ত ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস অনুরাগীদের।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বলিউড বাদশাহ। তবে দেশে ফ্যানদের যে রকম স্রোত থাকে, সেখানে তেমনটা ছিল না। কিন্তু যারা ছিলেন, তারাই উষ্ণ অভ্যর্থনা জানান শাহরুখকে। কেউ হাত মেলান, কেউ করেন আলিঙ্গন। সাদা টি-শার্ট ও ধূসর জ্যাকেটে নায়ক ছিলেন একইরকম আকর্ষণীয়। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর