সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ফিলিস্তিনিদের তাড়িয়ে দিতে ভয়ংকর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৩:৫২

ফিলিস্তিনের গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় আরও তীব্র সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৫ মে) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজা উপত্যকায় আরও একটি তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট করেননি যে গাজার কতটুকু এলাকা ইসরায়েলি বাহিনী দখলে নেবে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে। এরপর ইসরায়েলি সৈন্যরা গাজায় যাবে না, অভিযান চালাবে না।

ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সোমবার সর্বসম্মতভাবে একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যাতে গাজায় অভিযান সম্প্রসারণ, রিজার্ভ বাহিনী ডাকা এবং মানবিক ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার কথা বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে জানান, এই পরিকল্পনায় গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক দখলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র ফারহান হক বলেন, এই পরিকল্পনা বহু বেসামরিক নাগরিকের মৃত্যু এবং গাজার আরও ধ্বংস নিশ্চিত করবে। গাজা একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।

এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাওয়ি বলেন, আমরা কেবল একটি পূর্ণ যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত একটি চুক্তি গ্রহণ করব।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর