সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

মোঃ রায়হান আলী, শাহজাদপুর, সিরাজগঞ্জ 

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৮:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বড়াল নদীর উত্তর দিক থেকে বেরিয়ে পূর্ব-পশ্চিমমুখী সোনাই নদী এখন হারিয়েছে তার পূর্বের যৌবন। একসময় প্রবাহমান এ নদী এখন পরিণত হয়েছে মৃত খালে। বৈশাখের শেষপ্রান্তে অন্যান্য নদ-নদীতে পানি টইটম্বুর থাকলেও সোনাই নদীর বুকে এখন হাঁটুসমান পানি।
 
এ অবস্থায় কৃষি ও জীবিকার জন্য নদীর উপর নির্ভরশীল স্থানীয় কৃষক, জেলে ও গোখামারিরা পড়েছেন সংকটে। মঙ্গলবার (৬ মে) দুপুরে তাঁরা পানির মধ্যে দাঁড়িয়ে নদী খননের দাবি করেন।
 
 
কৃষক ইসহাক, ফয়জাল ও ফজর আলীসহ আরও অনেকে বলেন, সোনাই নদীর দুই তীরজুড়ে কয়েক হাজার হেক্টর জমিতে ধান চাষ হলেও পানির অভাবে গভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে, এতে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। অন্যদিকে, নৌপথে ফসল পরিবহনে বিঘ্ন ঘটায় বিকল্প হিসেবে মহিষ ও ঘোড়ার গাড়ি ব্যবহার করলেও সেটিও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।
 
বক্তারা আরও জানান, বড়াল, ধলাই ও সোনাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ বাথান অঞ্চল। হাজার হাজার গবাদিপশুর পানির উৎস এই নদী। পাশাপাশি নদী পথেই প্রতিদিন হাজার হাজার লিটার দুধ পরিবহন করা হয়ে থাকে। অথচ নাব্যতা সংকটে সবই আজ হুমকির মুখে।
 
নদী খননের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি, পশুপালন ও নৌযান চলাচল সচল রাখতে দ্রুত সোনাই নদী খনন প্রয়োজন। এ ব্যাপারে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
 
এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর