সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

আগামী বছরও আইপিএল খেলবেন ধোনি!

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৪:৪৫

আইপিএলের চলমান আসর প্রায় শেষের দিকে। এর আগে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের মূুখোমুখি হয়। ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়। ইডেনের পুরো স্টেডিয়ামটি হলুদজার্সিতে ভরে যায়। হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতে পারে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। আর ম্যাচ শেষে এদিন মহেন্দ্র সিংহ ধোনি নিজেই অবসরের কথা তুললেন।   

আইপিএলের এবারের আসরে ভালো অবস্থানে নেই ধোনির দল চেন্নাই। খুব বেশি ম্যাচে জয় তুলে নিতে পারেনি তারা। এ বারের আইপিএলে চেন্নাই জয়ের দেখা পেয়েছে মাত্র তিনটি। আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ধোনি বাহিনী। চেন্নাই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, আগামী আইপিএলের জন্য ভাবনা শুরু করে দিয়েছেন তারা।     

ম্যাচ শেষে ধোনি বলেন, “এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছয় আট মাস পর শরীর কেমন অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেবো। আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব।”  

ধোনি আরও বলেন, “এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসাবে শেষ করতে পেরে ভাল লাগছে। এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোন ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মৌসুমে খেলতে হবে। অনুশীলনে সবাইকে দেখতে হবে।”  

উল্লেখ্য, কলকাতার বিপক্ষে ব্যাট হাতে ধোনি ১৮ বল খেলে ১৭ রান করেন। তার ইনিংসে ছিলও একটি মাত্র ছক্কা। সেই সাথে সেট হওয়া ব্যাটার শিবম দুবেকে সাথে নিয়ে জুটি গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন। ধোনি বুঝতে পারছিলেন, দলকে জেতাতে হলে শিবমকে প্রয়োজন। ৪০ বল খেলে ৪৫ রান করেন শিবম। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। চেন্নাইকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন দলের অভিজ্ঞ ব্যাটার ধোনি।  

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর