সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

বিএসএফের হাতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৩:২০

কাজ শেষে দেশে ফেরার সময় আটক ৯ বাংলাদেশি শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিকট হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। 

এদের মধ্যে রয়েছেন, দিনাজপুরের বিরল উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের পুত্র মতিউর রহমান (৪৫),একই উপজেলার মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর পুত্র নুরজামাল (৪০), জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর পুত্র আরমান আলী (২৫) ও তার ছোট ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের পুত্র রিপন ইসলাম (২৭)।

শুক্রবার (৯ মে) রাতে তাদের ফেরত দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মঈন আহমেদ। 

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ভারতের শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল। ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির কারণে আবার তারা দালালের মাধ্যমে অবৈধ ভাবে বাংলাদেশে ফিরছিল। শুক্রবার দুপুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৯১ বিএসএফ কালিয়াগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়।

তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, অবৈধ ভাবে ভারতে যাতায়াতের সময় ৯ জন বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আটক করে। বিজিবির স্থানীয় ক্যাম্প বিষয়টি অবগত হলে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারকে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ ৯১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে কথা বলে তাদের আটক করা ৯ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। বিজিবি’র প্রস্তাবে রাজি হয়ে স্থানীয় বিরল উপজেলা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গতকাল শুক্রবার রাত ৯ টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তে আটক ৯ বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় আটককৃত ৯ জনকে জেলার বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। 

জেলার বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর বলেন, গ্রেপ্তারকৃত ৯ জনকে শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিচারক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর