সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১১:৪৫

ভাঙ্গায় রাতের অন্ধকারে তিনজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ইয়াছিন খালাসি (১৯) নামক এক যুবকের মৃত্যু হয়। শনিবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে।

ইয়াছিন খালাসি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) রাত সাড়ে ১০ টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের উপর বসে গল্প করছিল থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে ইয়াসিন খালাসী (১৯), একই গ্রামের ফখরুদ্দিন শেখের ছেলে রায়হান শেখ (২৪) ও এলাকায় বেড়াতে আসা মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে শাকিব মাতুব্বর (১৬)। এরমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে ৭-৮ জন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র নিয়ে এসে ইয়াছিনসহ তিনকে এলোপাতাড়ি কুপাতে থাকে।

এদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা হয় রোগীর স্বজনরা। ঢাকা নেওয়ার সময় পথে ইয়াছিন খালাসির মৃত্যু হয়।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার বলেন, আমার ইউনিয়নের থানমাত্তা গ্রামের দুই জনসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এরমধ্যে একজন মারা গিয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এরমধ্যে ইয়াছিন খালাসি নামক একজন শনিবার রাতেই মারা গিয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর