সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১২:২৪

যুদ্ধবিরতি ঘোষণা হলেও এর কিছুক্ষণের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত ও সংলগ্ন শহরগুলো। শ্রীনগর ও পেশোয়ারে রাতের আকাশে বিস্ফোরণ ও ড্রোন দেখা যাওয়ার ঘটনায় ফের উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, তিনি শ্রীনগরে একাধিক ‘বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা ভিডিও শেয়ার করে জানান, আকাশে ড্রোন লক্ষ্য করে বিমানবিধ্বংসী বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারে ড্রোন ও বিমানবিধ্বংসী গুলির শব্দ শোনা গেছে। ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ জানিয়েছে, পেশোয়ারের আকাশে ড্রোন শনাক্ত হওয়ার পর পাকিস্তানি কর্তৃপক্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

একজন সংবাদকর্মী বিমানবিধ্বংসী গোলাবারুদের শব্দ শুনেছেন বলে জানান। তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শ্রীনগরের বিস্ফোরণের সময়কাল এমন এক মুহূর্তে এলো, যখন ভারত ও পাকিস্তান উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সন্ধ্যা ৫টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ওমর আবদুল্লাহ বলেন, ‘এই যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

পরে আরও একটি ভিডিও পোস্টে তিনি লেখেন, ‘এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মধ্যেই বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো গুলি ছুড়ছে।’

স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে গোলাবর্ষণ থেমে যায় বলে সূত্র জানিয়েছে।

শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসরুর জানান, শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তবে কোথায় কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এক্সে জানান, ‘কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। আমরা সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করব। দয়া করে নিরাপদে থাকুন, আতঙ্কিত হবেন না।’

পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা, পাতিয়ালা ও অমৃতসর—তিন জেলার ডিসিরা জানান, এখনো উদ্বেগের কিছু নেই, তবে পরিস্থিতি অনুযায়ী ব্ল্যাকআউট কার্যকর হতে পারে।

অমৃতসরের ডিসি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর আমরা পেয়েছি। ব্ল্যাকআউট হলে ঘরের ভেতর নিরাপদে থাকুন। এটি মহড়া মাত্র—দয়া করে আতঙ্কিত হবেন না।’

রাত ১১টার কিছু আগে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, ‘সন্ধ্যার সমঝোতা বারবার লঙ্ঘিত হচ্ছে। এটি আজকের সমঝোতার লঙ্ঘন।’

তিনি জানান, ভারতের সশস্ত্র বাহিনী ‘উপযুক্ত জবাব দিচ্ছে’ এবং পাকিস্তানকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিতে আহ্বান জানান। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো মিশ্রির মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর