সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • র‌্যাব পুনর্গঠন করা হবে, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না
  • প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাক্ষাৎ
  • গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে
  • দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ
  • ফ্যাসিস্ট শাসকের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
  • শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
  • মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেলো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক

লিভারপুলের মাঠে আর্সেনালের ড্র

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১১:২২

ইতোমধ্যে শিরোপা জিতে নেওয়া লিভারপুল আজ শুরুতে ছিল দুর্দান্ত। তবে আর্সেনালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

গাব্রিয়েল মার্তেনেল্লি ব্যবধান কমানোর পর মিকেল মেরিনো দলকে ফেরান সমতায়। ড্রয়েই শেষ হয় ম্যাচ।

গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে লিভারপুল। ক্লাবটির হয়ে গোল দুটি করেন কোডি গাকপো ও লুইস দিয়াস।

অ্যানফিল্ডে এগিয়ে থেকে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২০তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে হাকপোর উদ্দেশে ক্রস দেন রবার্টসন। বক্স থেকে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ তারকা। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। সোবোসলাইয়ের ডান থেকে দেওয়া পাস ফাঁকা জালে পাঠান এই ফরোয়ার্ড।

বিরতির পর ব্যবধান কমায় আর্সেনাল। ট্রসার্ডের দারুণ ক্রস থেকে ৪৭তম মিনিটে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ গাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর বেশ কয়েকটি সুযোগ পায় লিভারপুল। তবে ব্যবধান বাড়াতে পারেনি। ৭০তম মিনিটে উল্টো সমতায় ফেরে আর্সেনাল। ওডোগার্ডের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আলিসন। ফিরতি শটে জাল খুঁজে নেন মেরিনো। তবে ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আশা আরও উজ্জ্বল করেছে আর্সেনাল। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৬৬। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চেলসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর